পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বোনাস শেয়ার ইস্যুও ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বোনাস শেয়ার ঘোষণা করলে সেটি মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করার জন্য বলেছে বিএসইসি।
মঙ্গলবার বিএসইসির ৬৮৭ তম সভায় এ সিদ্ধান্তের কথা জানায় কমিশন।
জানা যায়, এখন থেকে কোনো প্রতিষ্ঠান বোনাস শেয়ার দিলে নিচের বিষয়গুলো লক্ষ্য করতে হবে। প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ, সুষমকরাণ, আধুনিকানীকরণ,পূনগঠন, বিস্তার বিএমআরই, প্রতিষ্ঠানের গুণগতমানের উন্নয়ন ইত্যাদির কারণে বোনাস শেয়ার ইস্যু করতে পারবে।
উল্লেখ্য, বোনাস শেয়ার ঘোষণার ক্ষেত্রে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ কালে এর কারণ এবং এর বিপরীতে রক্ষিত অথ ব্যবহারের খাত উল্লেখ্য করতে হবে। এই সংক্রান্ত একটি নোটিফিকেশন খুব শিগগির জারি করা হবে
আজকের বাজার/মিথিলা