কলকাতার রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে দিনের ব্যস্ত সময়ে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি রহস্যময় কৌটা ঘিরেই আতঙ্ক তৈরি হয়েছে বলে জানা যায়।
শনিবার (২৬ মে) সকাল সাড়ে দশটার দিকে ওই ঘটনা ঘটে।
মেট্রো সূত্রে জানা যায়, লাল রঙের একটি পরিত্যক্ত কৌটাকে ঘিরেই এই বোমাতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াড। টিফিন কৌটোটিকে নিরাপদ দূরত্বে নিয়ে সরিয়ে ফেলেছে তারা।
আরো জানা যায়, এক্সাইড গেটের দিকে টিকিট কাউন্টারের অদূরে পড়ে থাকতে দেখা যায় একটি পরিত্যক্ত টিফিন কৌটা। মুহূর্তে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো চত্বরে। সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছান আরপিএফ-এর কর্মীরা।
কৌটার ভেতরে কি আছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার জন্য মেট্রো চলাচলে কোনও প্রভাব পড়েনি।
আজকের বাজার/আরআইএস