পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত তিনজন। তাদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিহতরা হলেন, ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, ল্যান্স করপোরাল আকতার, সৈনিক রায়হান ও জামান। তাদের গ্রামের বাড়ি পিরোজপুর, পাবনা, ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জ।
জাতিসংঘ মিশনের কর্মকর্তারা জানান, বুধবার মালির মুপতি অঞ্চলের বনি শহরে শান্তিরক্ষী বাহিনীর একটি গাড়িবহর টহল দেয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটে।
দেশটির উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর একদিন আগে একই ধরনের হামলায় মালির সেনাবাহিনীর অন্তত ৬ সদস্য নিহত হন।
আরএম/