ধান ক্রয়ে স্বচ্ছতা আনতে আগামী বোরো মৌসুমে দেশে কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার বগুড়া সার্কিট হাউজে আভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৮-২০২০ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন,‘আগামী বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। এতে ধান ক্রয়ে স্বচ্ছতা আসবে। এর আগে কৃষি কর্মকর্তাদের কৃষকদের স্বচ্ছ ও নতুন তালিকা তৈরী করতে হবে। কৃষকদের পুরাতন তালিকা বহাল থাকায় অনেক প্রকৃত কৃষক ধান দিতে পারছে না। কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এর দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে। যেন তারা তাদের কৃষিকার্ড দালালদের কাছে বিক্রি করতে না পারে।’
ধান ক্রয়ের জন্য আগামীতে ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, কর্মকর্তা ও কৃষকদের মধ্যে দেশপ্রেম গড়ে তুলতে হবে। তাহলেই দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। ধান ক্রয়ে কোন অনিয়ম সহ্য করাহবে না। এবার পুরাতন তালিকায় ধান ক্রয় করা হয়েছে। এই তালিকা সংশোধন করতে হবে। কোন বন্ধ চাল কলকে বরাদ্দ দেয়া হবে না।
বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বগুড়া ৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা রায়হানুল কবীর, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারমান আসাদুল রহমান দুলু, মাহফুজুল হক রাজ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম। এসময় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, জেলা পরিষদ চেয়ারমান ডাঃ মকবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিনেওয়াজ খান রবিন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান