নতুন মৌসুমে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে তালিকা থেকে বাদ পড়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
অক্টোবর ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২০ এই সময়ের মধ্যে মোট চারটি ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। দলে অভিজ্ঞতা ও পারফরম্যান্সের বিচারে বিসিসিআই এই চুক্তিবদ্ধ তালিকা তৈরি করে। সেখানে এ প্লাস, এ, বি এবং সি ক্যাটাগরির যে তালিকা প্রকাশ করা হয়েছে তার কোথাও নেই ধোনির নাম।
এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা পান বার্ষিক ৭ কোটি। এ ক্যাটাগরির ক্রিকেটাররা বার্ষিক ৫ কোটি, বি ক্যাটাগরির ক্রিকেটাররা ৩ কোটি এবং সি ক্যাটাগরির ক্রিকেটাররা বার্ষিক ১ কোটি করে পেয়ে থাকেন।
২০১৯-২০ মৌসুমের জন্য বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা:
গ্রেড- এ প্লাস: বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ,
গ্রেড-এ: অশ্বীন, জাদেজা, ভূবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, ঈশান্ত শর্মা, কুলদ্বীপ যাদব, রিশাভ পান্ট।
গ্রেড-বি: ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল,
গ্রেড-সি: কেদার যাদব, নবদ্বীপ সাইনি, দীপক চাহার, মনিশ পান্ডে, হনুমা বিহারী, শার্দুল ঠাকুর, শ্রেয়াস আয়ার, ওয়াশিংটন সুন্দর।
আজকের বাজার/আরিফ