গতকাল বিসিবি সভাপতির কাছে ফোন করে নিজের নাম কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। বোর্ডের সাথে চুক্তি না থাকলেও তিনি এখনও ওয়ানডে দলের ক্যাপ্টেন।আর সেটা অবসরের আগ পর্যন্ত থাকতে চান। খেলা চালিয়ে যেতে চান।জাতীয় দল বা ঘরোয়া লিগে।
কিন্তু বোর্ড যদি চায় ওয়ানডে দলের অধিনায়কত্বে থেকে মাশরাফি সরে যাক। সেক্ষেত্রে ম্যাশ কি বলবেন?চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হারের পর গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি সেখানে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বোর্ড যদি চায় আমি এখনই অধিনায়কত্ব ছেড়ে দিব।এতে আমার কোন সমস্যা নেই।’
এদিকে মাশরাফির অবসর নিয়ে বিসিবি সভাপতি গতকাল জানিয়ে ছিলেন, `আপনারা তো জানেন ওকে প্রস্তাব দেয়া হয়েছিলো। বিশ্বকাপের পর জিম্বাবুয়ের সঙ্গে একটা ওয়ানডে খেলে শেষ করার কথা ছিলো ওর। জিম্বাবুয়ের সঙ্গে কথাও বলেছিলাম আমরা। তখনই লন্ডনে ওর সঙ্গে আমার কথা হয়েছিলো। পরে তো সে রাজি হয়নি। বলেছিল এই বিপিএল পর্যন্ত দেখতে চায়। এরপর সিদ্ধান্ত নেবে।
আজকের বাজার/লুৎফর রহমান