পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে । পরিবর্তীত তারিখ অনুযায়ী আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পাওয়ার গ্রীডের বোর্ড সভা ৬ নভেম্বর, সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। এর আগে এ কোম্পানির বোর্ড সভা ৩১ অক্টোবর, সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।