পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।
এর আগে কোম্পানিটি ৪ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিটে বোর্ড সভা অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছিল। সভায় কোম্পানিটি ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত প্রথম এবং ৩০ জুন, ২০২০ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।