নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেনি আর্সেনালও। তারপরও ক্লাবটির হয়ে ডেভিড লুইজের প্রথম গোলের সুবাদে রোববার বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে গানাররা। ফলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে গেছে ক্লাবটি।
তবে ভাগ্যজোরে বোর্নমাউথের কাছে হার এড়াতে সক্ষম হয়েছে উনাই এমেরির শিষ্যরা। কারন গানারদের তুলনায় তারাই বেশি সংখ্যক গোলের সুযোগ সৃস্টি করেছিল। বল অধিকাংশ সময় ঘুরপাক খেয়েছে গোলরক্ষক ব্রেন্ড লেনোকে আবর্তন করেই।
খেলা শেষে আর্সেনাল কোচ এমেরি বলেন,‘ এই ফলাফলে আমরা খুবই আনন্দিত। প্রথমার্ধে আমাদের খেলার ধরনেও আমি খুশি। তবে কিছু কিছু জায়গায় আমরা সংকটের মধ্যে পড়েছিলাম। যার উন্নয়ন ঘটাতে হবে।’
আজকের বাজার/লুৎফর রহমান