ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা বেশ ক'দিন আগেই নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি। তাই দুই নম্বর স্থানটা ধরে রাখতেই লড়ছে ম্যানচেস্টার।
বুধবার রাতের ম্যাচের ২৮ মিনিটেই লিংগার্ডের অ্যাসিস্ট থেকে ডেডলক ভাঙেন ম্যানইউ ডিফেন্ডার ক্রিস স্মলিং। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগিয়ে ব্যবধান বাড়াতে পারেনি হোসে মরিনিওর শিষ্যরা।
ম্যাচের ৭০ মিনিটে স্বাগতিক বোর্নমাউথের দূর্গে দ্বিতীয় আঘাত হানেন রোমেলু লুকাকু। শেষ পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে ইউনাইটেড। ৩৪ ম্যাচের ২৩টিতে জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
তাদের লড়াইটা এখন আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলের সঙ্গে। ৪ পয়েন্ট কম নিয়ে সানচেজ-পগবাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যান ইউ।
আজকের বাজার/আরজেড