যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা, সোমবার সেনেটে প্রেসিডেন্টের অভিশংসনে আত্মপক্ষ সমর্থন করার প্রক্রিয়া আবার শুরু করেছেন। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোলটনের বইএ এই তথ্য রয়েছে যে ইউক্রেন, বাইডেনের তদন্ত শুরু না করা পর্যন্ত ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা, ট্রাম্প আটকে রাখতে চেয়েছিলেন। এই খবর প্রকাশের পর ডেমোক্র্যাটরা সেনেটের বিচারে নতুন সাক্ষীর জন্য আবারও আবেদন জানিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প, বোল্টানের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
জন বোল্টনের, এখনও প্রকাশ পায়নি এমন একটি বইয়ে, এই অভিযোগ আছে সেই খবর নিউইয়র্ক টাইমস রবিবার প্রকাশ করে। পরে অন্য সংবাদ সংস্থাগুলিও ওই খবর নিশ্চিত করে।
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান