উসাইন বোল্ট ভক্তদের জন্য সুখবর। আবার মাঠে ফিরেছেন এই গতি দানব। তবে দৌড়ের ট্র্যাকে নয়, তিনি ফিরছেন ফুটবল মাঠে। চুক্তিও নাকি করেছেন একটি ক্লাবের সঙ্গে। তবে কোন ক্লাবের সাথে চুক্তি করলেন তা জানাবেন আগামী ২৭ জানুয়ারি।
অ্যাথলেটিক্সকে বিদায় জানানোর আগেই ঘোষণা দিয়েছিলেন স্পোর্টসের ময়দানে আবার ফিরবেন তবে ফুটবলার হিসেবে।
তাই জার্সি গায়ে বোল্টকে পেতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন ।