বোল্ট-বুমরাহ-আর্চারের উন্নতি

আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ বোলারদের তালিকায় উন্নতি হয়েছে তিন পেসার নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ভারতের জসপ্রিত বুমরাহ ও ইংল্যান্ডের জোফরা আর্চারের।

গতকাল শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ৮ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি বোল্ট। ফলে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ বোলারদের তালিকায় পঞ্চমস্থানে উঠে এসেছেন বোল্ট। তার রেটিং এখন ৭৯৩।

বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন ভারতের ডান-হাতি বুমরাহ। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১ উইকেট নেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের একাই ধসিয়ে দেন বুমরাহ। মাত্র ৭ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। এমন দুর্দান্ত পারফরমেন্স ফল হিসেবে র‌্যাংকিং-এ শীর্ষ দশে প্রবেশ করেছেন বুমরাহ। ৭৭৪ রেটিং নিয়ে সপ্তমস্থান দখল করেছেন তিনি।

ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে প্রধান ভূমিকা রাখেন পেসার ডান-হাতি আর্চার। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের কারণে অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে টেস্ট অভিষেক ঘটে তার। লর্ডসে ৫ উইকেট নিয়ে ভবিষ্যতে বড় চমকের আগাম বার্তা দিয়ে রাখেন আর্চার। লিডসে সিরিজের তৃতীয় টেস্টে ঠিকই চমক দেখান তিনি। প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন আর্চার। তাই ৪০ ধাপ এগিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিং বোলারদের তালিকায় ৪৩তমস্থানে উঠে এসেছেন আর্চার। তার রেটিং ৪০৬।
৯০৮ রেটিং নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার প্যাট কামিন্স।

আইসিসি টেস্ট র‌্যাংকিং শীর্ষ দশ বোলার :

র‌্যাংকিং খেলোয়াড় রেটিং
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ৯০৮
২. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ৮৫১
৩. জেমস এন্ডারসন (ইংল্যান্ড) ৮১৪
৪. ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা) ৮১৩
৫. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ৭৯৩
৬. নিল ওয়াগনার (নিউজিল্যান্ড) ৭৮৫
৭. জসপ্রিত বুমরাহ (ভারত) ৭৭৪
৮. কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ) ৭৭২
৯. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান) ৭৭০
১০. রবীন্দ্র জাদেজা (ভারত) ৭৬৩

আজকের বাজার/লুৎফর রহমান