বাড়ি কলকাতার কসবায়। কিন্তু মেয়ে পাড়ি দিয়েছিলেন মুম্বাই। বেশ কয়েক বছর পর টলি পাড়ায় ফিরলেন তিনি। ফিরলেন বৌদি হয়ে। তিনি অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা।আজ সোমবার থেকে শুরু হয়েছে জনপ্রিয় ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় সিজনের শুটিং। তার আগে কলকাতার জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দিলেন এক্সক্লুসিভ এক সাক্ষাৎকার। আজকেরবাজার পাঠকদের জন্য সে সাক্ষাৎকার তুলে ধরা হল।
# ‘ঝুমা বৌদি’ হয়ে কতটা এক্সাইটেড?
এক্সাইটেড তো বটেই। তা ছাড়া একটা প্রেশার হচ্ছে। আজ থেকে শুটিং। ফ্লোরে গেলে আলাদা রিলিফ হবে।
# ‘উমা বৌদি’ কিন্তু খুব হিট ছিলেন। ‘ঝুমা’ও সেই হিট দিতে পারবেন?
আমি আগের সিজনটা দেখেছি। স্বস্তিকা ওয়াজ টু গুড। তবে এটা ডবল ধামাকা হবে।
# বেশ কনফিডেন্ট মনে হচ্ছে আপনাকে।
অফকোর্স। দেখুন, চ্যালেঞ্জ তো আছেই। কারণ স্বস্তিকাকে দর্শক অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। আমি নতুন। কেউ ভালো বলছে। কেউ বলছে ভালো হবে না। ফলে আমাকেও যাতে দর্শকের ভালো লাগে, সেটাই চ্যালেঞ্জ।
# শুটিং শুরু হওয়ার আগেই খারাপ হতে পারে বলে কমেন্ট আসছে?
হ্যাঁ। বলছে অনেকে।
# মন খারাপ লাগছে?
একটু। তবে এই মিক্সড রিঅ্যাকশনটা হওয়ার ছিলই। নতুন কাউকে অ্যাকসেপ্ট করতেও তো সময় লাগে।
# আপনার প্রথম বাংলা ছবির কথা মনে আছে?
অবশ্যই। ‘ফুল আর পাথর’। বুম্বাদার সঙ্গে একটা আইটেম সং করেছিলাম। তবে তারও আগে স্বপন সাহার ছবি ‘স্নেহের প্রতিদান’-এ প্রথম ক্যামেরা ফেসিং।
# ভোজপুরি, হিন্দিসহ বেশ কিছু ভাষায় বহু ছবি করার পর বাংলায় ফেরার জন্য এই স্ক্রিপ্টটাই সঠিক মনে হয়েছিল?
আমি ৪-৫ মাস আগে কলকাতায় এসেছিলাম। তখন দাদা আমাকে এই ওয়েব সিরিজটার কথা বলে। তখনই ভালো লেগেছিল। তার পর হঠাত্ করেই অফার আসে। আসলে আই উড লাভ টু কনটিনিউ হিয়ার। সো হ্যাভ টু ডু সুপার গুড।
# ‘ঝুমা বৌদি’র ইউএসপি কী?
ঝুমা আগে গ্রামে থাকত। কলকাতায় এসেছে বরকে খুঁজতে। ওর একটা আলাদা স্টাইল রয়েছে। সেটাই ইউএসপি।
# আপনাকে আগেও বোল্ড অবতারে দেখা গিয়েছে। এই ওয়েব সিরিজেও বোল্ড কনটেন্ট রয়েছে।
দেখুন ক্যামেরায় বোল্ড সিন নিয়ে আমার কোনো সমস্যা নেই। তবে এখানে কিছুই ভালোলাগার নয়, বরং ক্লাসি ওয়েতে দেখানো হবে। দর্শক এনজয় করবেন।
# আপনার প্রিয় ঠাকুরপো কে?
(হাসি) একজনকে প্রিয় বলে বাকিদের দুঃখ দিতে চাই না। তবে রুদ্রর সঙ্গে অনেক আগে কাজ করেছিলাম। আবার কাজ করছি, ভালোই লাগছে।
# তা হলে রুদ্রনীল ঘোষ প্রিয় ঠাকুরপো?
(হা হা হা…) ওই যে বললাম, কোনো একজনের নাম বলব না।
# ঠাকুরপোদের কোনো মেসেজ দেবেন?
বি অ্যাওয়ার অফ ঝুমা বৌদি… হা হা হা…।
এস/