যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ডজনখানেক সিরিজ গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩৯টি বাড়িসহ বেশ কয়েকটি ভবনে আগুন ধরে যায় বলে জানিয়েছে বিবিসি।
এদিকে এ ঘটনায় এক জন নিহত ও ১২ জন আহত হয়েছে বলে রয়টার্স। ফায়ার সার্ভিসের কয়েকটি দল আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার বোস্টন শহর থেকে প্রায় ৪৩ কি. মি. উত্তরে অবস্থিত লরেন্স এবং এন্ডোভার এলাকায় প্রায় ৭০টি গ্যাস বিস্ফোরণে হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে রাজ্য পুলিশ। এদিকে স্থানীয়দেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
এছাড়া ওই এলাকার বিদ্যুৎ ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
কলম্বিয়া গ্যাস লাইনে অতিরিক্ত চাপ পড়ায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে অনুসন্ধানকারীরা। তবে এখনো বিস্ফোরণের কারণটি নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে বার বার মাইকিং করছে পুলিশ।