উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ৪৭টি সেভেন এইট সেভেন মডেলে ড্রিমলাইনার কিনছে আমেরিকান এয়ারলাইন্স।এতে ব্যয় হবে প্রায় ১২শ' কোটি মার্কিন ডলার।
আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয় , ক্রয় আদেশের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২০ সালের শুরুতেই ৭৮৭-৮এস মডেলের ২২টি উড়োজাহাজ সরবরাহ শুরু করবে বোয়িং। বাকি ২৫টি ৭৮৭-৯এস মডেলের ড্রিমলাইনার সরবরাহ করবে ২০২৩ সালের শুরু থেকে।
বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজগুলো কেনার পর আমেরিকান এয়ারলাইনসের বহরে ৭৮৭ এস মডেলের সংখ্যা দাঁড়াবে ৮৯টি। নতুন কেনা উড়োজাহাজগুলোর মূল্য ১ হাজার ২০০ কোটি ডলার হলেও চূড়ান্ত পর্যায়ে তা আরো কমে আসবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যে সংরক্ষণবাদ পদক্ষেপ গ্রহণের মধ্যেই বোয়িং এ ক্রয়াদেশ পেল। ট্রাম্প স্থানীয়ভাবে নির্মিত পণ্যের ওপর সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন।
আজকের বাজার/আরজেড