চীন সোমবার বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এর বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধের জন্য দেশীয় বিমান কোম্পানীগুলোকে নির্দেশ দিয়েছে। ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় একই মডেলের বিমান দুর্ঘটনার কারণে এ সতর্কতা অবলম্বন করেছে দেশটি।
দুটি দুর্ঘটনাকে ‘একই ধরনের’ উল্লেখ করে চীনের বেসামরিক বিমান প্রশাসন জানায়, দেশীয় বিমান কোম্পানিগুলো ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের কার্যক্রম বন্ধের জন্যে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় পাচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রশাসন এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরই এই মডেলের বিমানগুলো আবার উড়তে পারবে।
বিবৃতিতে আদ্দিস আবাবার দুর্ঘটনার বরাত দিয়ে আরো বলা হয়েছে, এ ব্যাপারে বেসামরিক বিমান কর্তৃপক্ষ ইউএস ফেডারেল এভিয়েশন ও বোয়িংয়ের সঙ্গে কথা বলবে।’
রোববার আদ্দিস আবাবা থেকে কেনিয়াগামী একটি বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে আট চীনাসহ বিমানের ১৫৭ আরোহীর সকলেই নিহত হয়েছে।
অক্টোবর মাসে জাকার্তা থেকে ১৮৯ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার লায়ন এয়ার ফ্লাইট উড্ডনের পর বিধ্বস্ত হলে সকল আরোহী প্রাণ হারায়।
বিবৃতিতে এই দুর্ঘটনার কথাও উল্লেখ করা হয়।
চীন যুক্তরাষ্ট্রের এই বিমান কোম্পানীর বড় ক্রেতা।