রাজশাহীর তানোরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় রাকিবুল সোনার নামের এক আলু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তানোর পৌর এলাকার কাশিমবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল সোনার উপজেলার সরনজাই ইউনিয়নের সিধাইড় গ্রামের আব্দুল হামিদ সোনারের ছেলে। মোটরসাইকেল যোগে বুধবার রাতে তানোর বাজার থেকে ফিরছিলেন তিনি।
তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রাকিবুল সোনার। পথে কাশিমবাজার পেট্রোল পাম্পের কাছে বেপরোয়া একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন ওই মোটরসাইকেল আরোহী।
মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন স্থানীয়রা। ওই সময় সেখানকার চিকিৎসক ওই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে মরদেহ বাড়ি নিয়ে যান স্বজনরা। ওই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেওয়া ট্রাকটি শনাক্ত করা যায়নি। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান