ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে। রোববার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে।
গত ১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা। তবে চারদিন সময় বাড়ায় মেলা হবে হবে আগামী ৪ ফেব্রুয়ারি।
এবার মেলার শুরুতে তীব্র শীতের কারণে পণ্য প্রদর্শন করা সম্ভব হয়নি— এমন কারণ দেখিয়ে মেলার সময় পাঁচদিন বাড়ানোর দাবি করেছিলেন ব্যবসায়ীরা।
আজকের বাজার:এসএস/২৮জানুয়ারি ২০১৮