উদ্যোক্তাদের সফল হওয়ার জন্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি ব্যবসায় নতুন ধরনের উদ্ভাবন আনতে হবে।
নতুন উদ্ভাবন ব্যবসা সাফল্যের জন্য সহায়ক হবে বলে উল্লেখ করেন বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) আয়োজিত সামিটের বক্তারা। খবর ইউএনবি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার সামিটের দ্বিতীয় দিনে উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক আলোচনায় বক্তারা উল্লেখ করেন, উদ্ভাবন হচ্ছে সফল ব্যবসার চাবিকাঠি। অনেক উদ্যোক্তা নতুন কিছু উদ্ভাবন করতে না পারার কারণে সফল হতে পারেনি। সফল হওয়ার জন্য পণ্য এবং বাজার সম্পর্কে নতুন কিছু উদ্ভাবন করা প্রয়োজন।
দেশের বিখ্যাত উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত প্যানেলটি উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা ও চ্যালেঞ্জ এবং কিভাবে আজকের তরুণরা উদ্যোগ শুরু করতে নিজেদের প্রস্তুত করতে পারে সে সম্পর্কে বক্তব্য রাখেন।
নাগরিক টিভির সিইও আব্দুন নূর তুষার, এ টু আই কর্মসূচির ই-লার্নিং বিশেষজ্ঞ মো. আহসানুল আরেফিন চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালক রায়হানা তাসলিম, টেক ফর বাংলাদেশের পাবলিক এফেয়ার্সের সহযোগী পরিচালক প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এ বছর ইউকে এইড এবং মানুষের জন্য ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ইউথ লিডারশিপ সামিট আয়োজিত হচ্ছে।
আজকের বাজার/এমএইচ