ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের পরিচালনা পর্ষদ ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের জন্য জমি, বিল্ডিং এবং মূলধনী যন্ত্রপাতি কেনার অনুমোদন দিয়েছে। এতে কোম্পানিটির ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে। ভবিষ্যত ব্যবসা সম্প্রসারণের জন্য রিটেইন্ড মূলধন হিসেবে ব্যবহার করা হবে। আর এ কারণে কোম্পানিটি বোনাস শেয়ার ঘোষণা করেছে।