থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলতি সপ্তাহে বিষাক্ত ধোঁয়ার মাত্রা বেড়ে গেছে। এর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে এবার চার শতাধিক স্কুল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
সম্প্রতি ব্যাংককে বায়ু দূষণের মাত্রা খারাপ পরিস্থিতিতে চলে যায়। এর জন্য অতি সূক্ষ্ম ধূলিকণাকে দায়ী করা হয়। এগুলো পিএম ২.৫ নামে পরিচিত।
ব্যাংককে যানবাহন, নির্মাণকাজ, ফসল পোড়ানো এবং বিভিন্ন ফ্যাক্টরি ও কল-কারখানা থেকে দূষণ ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ বায়ু দূষণ রোধে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
কৃত্রিমভাবে মেঘ তৈরি করে বৃষ্টিপাত, ট্রাফিক কমিয়ে আনা এবং আরো বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। তবে এতেও খুব বেশি প্রভাব পড়েনি।
বায়ু দূষণ কমাতে চলতি বছরের শুরুতে নববর্ষের ছুটিতে লোকজনকে ধূপ বা আতশবাজি না ফোটানোর জন্য আহ্বান জানানো হয়েছিল।
এদিকে দ্য ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেস্ক প্রজেক্টের (একিউআইসিএন) তথ্যানুযায়ী, ব্যাংককের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বর্তমানে ১৭০, যা একেবারেই অস্বাস্থ্যকর।
আজকের বাজার/এমএইচ