দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশের বন্যার্তদের মাঝে প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদানে দেশের তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১২ জুলাই বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, সিএসআর কার্যক্রমের আওতায় উত্তরাঞ্চলসহ সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদানের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, এ বিষয়ক ব্যয় বাংলাদেশ ব্যাংকের জারিকৃত ফরম্যাটের সোশ্যাল প্রজেক্ট বা কমিউনিটি ইনভেস্টমেন্ট খাতের প্রযোজ্য উপখাতে প্রদর্শন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
ভারি বর্ষণের সঙ্গে উজান থেকে নেমে আসা ঢলে সম্প্রতি ১৩টি জেলার ৪৫টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ মানুষ।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১২ জুলাই ২০১৭