তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.হোসেন জিল্লুর রহমান বলেন, ব্যাংকগুলোর জবাবদিহিতা আরো বাড়াতে হবে। এজন্য তথ্য খুবই গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার,২৫এপ্রিল জাতীয় প্রেসক্লাবে ‘ব্যাংকিং অ্যালমানাক’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় প্রকাশিত বইটি সম্পর্কে তিনি বলেন, ব্যাংকিং সেক্টরের তথ্যভাণ্ডার নিয়ে এ ধরনের উপস্থাপনার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ।
এ সময় তিনি বলেন, ব্যাংকগুলো সবসময় তথ্য দিতে চায় না। তারা ভাবে তথ্য দিলে ইনকাম ট্যাক্স বেশি দিতে হবে,তাই ব্যাংকের এই লুকোচুরি। তথ্য প্রদানে তাদের লুকোচুরি না করে বরং সহযোগিতা করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহযোগিতায় ও সাপ্তাহিক শিক্ষাবিচিত্রার গবেষণ্ াসেলের উদ্যোগে এই বইটি প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী বলেন, এখন থেকে এক মলাটে ব্যাংকিং খাতের সকল তথ্য পাওয়া যাবে। ব্যাংকিং সেক্টর নিয়ে প্রকাশিত বইটি সম্পর্কে তিনি বলেন, এ ধরনের সৃজনশীল কাজে আমরা সহযোগিতা করে থাকি। গ্রাহকদের জন্য বইটি খুবই সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাপ্তাহিক শিক্ষাবিচিত্রার সম্পাদক আবদার রহমান,নির্বাহী সম্পাদক সৈয়দা জিয়াউদ্দিন আহমেদ ও মুহাম্মদ এমদাদুল হক।
আজকের বাজার:জাকির/ এলকে/২৫এপ্রিল,২০১৭