আজকের বাজার প্রতিবেদন
পুঁজিবাজারে বর্তমানে ব্যাংকের শেয়ারের দর বাড়া যৌক্তিক। কারণ ব্যাংকের শেয়ারের দর অনেক নিচে পড়ে আছে। চলমান পুঁজিবাজারের অবস্থা এবং বাজার পর্যালোচনা বিষয়ে জানতে চাইলে, সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বকর আজকের বাজারকে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ব্যাংকের ফান্ডামেন্টাল অনেক ভালো এবং অনেক ব্যাংকই ভালো লাভ করছে। তবে জুন ক্লোজিং-এর শেয়ারের দর ডিভিডেন্ডের উপর ভিত্তি করে হয়তো অবশ্যই বাড়বে। কারণ সব সেক্টরের শেয়ার একসাথে বাড়বে না এটাই স্বাভাবিক। তাই যারা জুন ক্লোজিংয়ের শেয়ারে বিনিয়োগ করেছে তাদের উচিত পেনিকড না হয়ে ধৈর্য ধারণ করা।
এ ছাড়া তিনি বলেন, এখন অনেকেই হুজুগে পড়ে ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করছে,তাদের সাবধান হওয়া উচিত। কারণ হুজুগে পুঁজিবাজারে বিনিয়োগ করলে লাভ করার চেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের দেশের পুঁজিবাজার এখন সম্ভাবনাময় । কারণ মার্কেট বড় হচ্ছে, কিন্তু জেনে শুনে বিনিয়োগ করতে হবে। এই বাজারে বুঝে শুনে বিনিয়োগ করলে ভালো করা সম্ভব বলে তিনি মনে করেন।
আজকের বাজার: আরআর/ ২৫ সেপ্টেম্বর ২০১৭