রাজশাহীর পুঠিয়ার জলমরিয়া এলাকার গ্রামীণ ব্যাংকে ডাকাত দল হানার পর ৯৯৯ ফোন পেয়ে অভিযুক্ত ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ৯৯৯ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ৮টার দিকে ডাকাতির ব্যাপারে একজন কলারের ফোন পেলে তাৎক্ষণিকভাবে কলারকে পুঠিয়া থানার ডিউটি অফিসারের সাথে কথা বলিয়ে দেন। সংবাদ পেয়ে পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ডাকাতকে ছুরিসহ আটক করে।
আটক আনোয়ার হোসেন (৩২) রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা। তিনি নিজেও গ্রামীন ব্যাংকের কর্মচারী ছিলেন। কিন্তু বিভিন্ন অনিয়মের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। আটক আনোয়ার একজন মাদক সেবী বলে জানা গেছে। এসআই সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত ডাকাত গ্রামীণ ব্যাংকের ক্যাশিয়ারকে ছোরা দিয়ে আঘাত করলে ক্যাশিয়ার সামান্য আহত হন। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান