প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বিষয়ে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
৩ জুন শনিবার রাজধানীর একটি হোটেলে মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
এম এ মান্নান বলেন, ব্যাংক আমানতের ওপর সব সময় আবগারি শুল্ক ছিল। গত কয়েক বছর ধরে ১ লাখ টাকায় এ হার ৫০০ টাকা ছিল। আমাদের ধারণা দেশে ১ লাখ টাকার ব্যাংক হিসেবের সংখ্যা ৮০ শতাংশ। এবার একটু বাড়ানোর কথা বলা হয়েছে। এ নিয়ে কথাবার্তা হচ্ছে। এ শুল্ক বিষয়ে বিবেচনা করতে জাতীয় সংসদে আলোচনা করা হবে।
ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে কালো মেঘ দেখা যাচ্ছে ব্যবসায়ীদের এমন আশঙ্কার জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভিয়েতনামি কালো মেঘ, চাইনিজ কালো মেঘ, আমেরিকান কালো মেঘ কোন কালো মেঘকে ভয়ের কারণ নেই। সব কালো মেঘ কেটে যাবে। আমাদের প্রয়োজনীয় সম্পদ রয়েছে। কালো মেঘ সরিয়ে ব্যবসা ও বিনিয়োগে প্রসার লাভে সরকার কাজ করছে।
ইংলিশ মিডিয়াম স্কুলে ভ্যাট সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়ামে যাদের ছেলেমেয়ে পড়ে তাদের ভ্যাট দেয়ার সক্ষমতা রয়েছে। এ খাতে ভ্যাট কোন সমস্যা হবার কথা নয়।
আজকের বাজার:এলকে/এলকে/ ৪ জুন ২০১৭