জেলা প্রশাসকরা (ডিসি) ব্যাংকের ঋণ প্রদানের বিষয়াদি সহজ করার জন্য প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, নারীরা অনেক সময় ব্যাংকের শর্ত পূরণ করতে পারেন না। গরিব নারীদের অনেকের জমি নেই, থাকলেও বাবা, মা, স্বামী, ভাইয়ের সমর্থন ছাড়া কিছু করতে পারে না। ফলে এই ক্ষুদ্রঋণ দিতে সমস্যা হয়। এছাড়া তাদের পরিচয় নিশ্চিত করার জন্য অনেক তথ্য দিতে হয়। ডিসিদের প্রস্তাব হলো, এ বিষয়গুলো যদি সহজ করা যায়।
দেশের রাজস্ব বাড়াতে জেলা ও উপজেলা পর্যায়ে ডিসিরা কমিটি করার প্রস্তাব দিয়েছেন বলেও জানান মসিউর রহমান। তিনি বলেন, ডিসিদের প্রস্তাব ছিল; ডিসি ও উপজেলা নির্বাহী অফিসারদের নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি করা। তাহলে তারা আয়কর বাড়াতে সহায়তা করতে পারেন।
আজকের বাজার/এমএইচ