ব্যাংক ঋণে সুদের হার কমলো

ব্যাংক ঋণে সুদের হার কমানোর ঘোষণা দিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)।

ব্যাংক ঋণে ৯ শতাংশের বেশি সুদ নেবে না ব্যাংকগুলো। ৩ মাস মেয়াদী আমানতে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ দেবে। ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার (২০ জুন) সকালে রাজধানীর গুলশানে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ব্যাংক এ সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিগগিরই এ বিষয়ে তারা আরও একটি বৈঠক করবেন বলে জানান তিনি।

আজকের বাজার/একেএ