আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব ক্লোজিং আজ বৃহস্পতিবার।
প্রতি বছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৩০ ডিসেম্বর তাদের হিসাব-নিকাশ চূড়ান্ত করে। এবার ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ওই দিন সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এর আগে ২৮ ডিসেম্বর শুক্রবার ও ২৯ ডিসেম্বর শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এ দুদিনও ব্যাংক বন্ধ থাকবে এবং ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিডে থাকবে।
তবে শনিবার বিশেষ ব্যবস্থায় কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে। এ কারণে ব্যাংকের হিসাব ক্লোজিং তিন দিন এগিয়ে আজ করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকগুলোতে সব ধরনের লেনদেন হবে।
আজকের বাজার/এমএইচ