করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ রুখতে সরকার দেশের যেসব স্থানে আক্রান্তের সংখ্যা বেশি, সেটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণার উদ্যোগ নিয়েছে।
এ প্রেক্ষাপটে রাজধানীর মতিঝিলসহ বেশকিছু এলাকা রেড জোনের আওতায় পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব এলাকায় যদি ব্যাংক চালু থাকে, তাহলে পুঁজিবাজারও চালু থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসূর রহমান বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে জোনভিত্তিক সাধারণ ছুটির মধ্যে পুঁজিবাজার চালু রাখার বিষয়টি নিয়ে কথা হয়েছে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে যদি ব্যাংক চালু থাকে, তাহলে পুঁজিবাজারও চালু থাকবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীদের মাধ্যমে কার্যক্রম সচল রাখার প্রস্তুতি নেয়া হয়েছে। পাশাপাশি বিধি অনুসারে লেনদেন চালু রাখতে ন্যূনতম যতজন ব্রোকারের অংশগ্রহণ বাধ্যতামূলক সেটি নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব।