২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার কর্তৃক ২০১৩ সালে অনুমোদিত ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার কমানোর প্রস্থাব করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের করহার কিছুটা বেশি হওয়ায় আমি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করহার ২.৫ শতাংশ হ্রাস করার প্রস্তাব করছি।
তিনি বলেন, এতে এ খাত হতে রাজস্ব কিছুটা কমলেও বিনিয়োগকারীদের প্রতি ইতিবাচক বার্তা যাবে। অন্যান্য কোম্পানি করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি।
আজকের বাজার/ এমএইচ