ব্যাংক সুদের হার এক অংকে নিয়ে আসার তাগিদ প্রধানমন্ত্রীর

ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংক সুদের হার এক অংকে নামিয়ে আনতে ব্যাংক মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে গণভবনে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংক-এর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সুদের হার কমলে ব্যাংকের সঙ্গে কাজ করার জন্য সাধারণ মানুষের আগ্রহ বাড়বে। সুদের হার না কমালে দেশে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে না, ও কর্মসংস্থান তৈরি হবে না।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১শ ৬৩ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস-বিএবি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংক মালিকদের সুদের হার দশ শতাংশের নিচে নামিয়ে আনার তাগিদ দেন।

এ সময় বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংক-বিএবি’র সভাপতি নজরুল ইসলাম মজুমদার, সহ-সভাপতি এম শহিদুল আহসান, বিশিষ্ট ব্যাংকার আরাস্তু খান ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে, ২১শে আগষ্টের গ্রেনেড হামলায় গুরুতর আহত এবং নিহতদের পরিবারের ১৪৪ জন সদস্যকে আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী।

এস/