ব্যাঙের বিয়ে দিলেন মন্ত্রী!

বেশ কয়েকদিনের বৃষ্টিহীনতার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিলো ভারতের মধ্যপ্রদেশের জনজীবন। এ অবস্থা থেকে পরিত্রানের জন্য অভিনব এ কাজ করেছেন প্রদেশটির শিশুকল্যাণ দফতরের মন্ত্রী ললিতা যাদব। বৃষ্টির আশায় ঘটা করে কার্ড ছাপিয়ে, মালা বদল করে যাবতীয় প্রথা মেনে বিয়ে দিলেন একজোড়া ব্যাঙের। এ বিয়েতে অংশগ্রহণ করেন রাজ্যের আরও কয়েকজন নেতা।

ছাত্তারপুরের মন্দিরে এই বিয়ের আয়োজন করা হয়। বিয়ে উপলক্ষে কয়েক হাজার গ্রামবাসীও উপস্থিত ছিলেন।

এরপরই শুরু হয় বিতর্ক। এই জাতীয় বিয়ের আয়োজন করে নেতা নিজেই কুসংস্কার ছড়িয়ে দিচ্ছেন, এমন অভিযোগ আনেন রাজ্যের কংগ্রেস নেতা অলোক চতুর্বেদী। তার বক্তব্য, রাজ্যে পানীয় জলের ভয়াবহ সমস্যা। তার সমাধান না করে অযথা খরচ করা হচ্ছে। অলোক বলেন, প্রত্যেকদিন নিজে ৫০-১০০টি জলের ট্যাঙ্ক সরবরাহের ব্যবস্থা করেছেন তিনি।

ললিতার দাবি, এটা একটা প্রথা। ‘‘এটা কোনও কুসংস্কার নয়। পঞ্চভূতকে তুষ্ট না করলে আসলে বৃষ্টি হয় না।’’

গত দু’বছরে ভয়ানক খরা পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অংশে। ছাত্তারপুর ছাড়াও বুন্দেলখণ্ডের সাগর, দামো, তিকমগড়, পান্না, দাতিয়াতেও ছিটেফাঁটা বৃষ্টি হয়নি।

রাসেল/