ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান আসছেন না

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পাওয়া ক্রেইগ ম্যাকমিলান পারিবারিক কারণে কাজে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী শনিবার বলেন, ‘ক্রেইগ আমাদের জানিয়েছেন সম্প্রতি তার বাবা মারা গেছেন এবং তাই এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেয়া তার পক্ষে সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘আমরা তার পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারছি। এই কঠিন সময়ে ক্রেইগ এবং তার পরিবারের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি।’

এদিকে, শ্রীলঙ্কা সফর নিয়েই সংশয় রয়েছে। কারণ শ্রীলঙ্কা স্বাস্থ্য কর্তৃপক্ষ টাইগারদের জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থা শিথিল করতে রাজি নয়, যা বিসিবির চাওয়া ছিল।