চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে মহাবিপদে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলীয় ৪ রানেই অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (০) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন পেস বোলিং সেনসেশন জোফরা আর্চার।
স্কোরবোর্ডে আর ৬ রান যোগ হতে না হতেই ক্রিস ওকসের বলে জনি বেয়ারস্টোর তালুবন্দি হন বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার (৯)। দলীয় ১৪ রানে ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে যান পিটার হ্যান্ডসকম্ব (৪)। এই মুহূর্তে মহাবিপদে আছে অস্ট্রেলিয়া। উইকেটে আছেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি।
এর আগে এজবাস্টনে চলমান দ্বিতীয় সেমিফাইনালে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
আজকের বাজার/লুৎফর রহমান