ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা : ৭ উইকেটে ১৪৮

মেহরাজ মোর্শেদ : চট্টগ্রামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে টাইগাররা। মধ্যাহ্ন বিরতির পর শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ১৪৮ রান। মাত্র ৭৬ রানের লিড নিয়ে ব্যাট করছেন দলের শেষ ভরসা মুমিনুল ও মিরাজ। এরআগে একে একে ফিরে গেছেন সৌম্য, তামিম, ইমরুল, সাকিব, নাসির, সাব্বির ও দলপতি মুশফিক। উইকেটে আছেন মুমিনুল ২৯ মিরাজ ১০ ।

দিনের শুরুতে কাটার মাস্টার মুস্তাফিজ নাথান লায়নের উইকেট তুলে নিলে ৩৭৭ রানে অজিদের প্রথম ইনিংস শেষ হয়। মুস্তাফিজ ৮৪ রানে ৪ উইকেট নেন, মিরাজ নিয়েছেন ৮৩ রানে ৩ উইকেট। সাকিব এবং তাইজুল নিয়েছেন ১ টি করে উইকেট। ৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১১ রানের লিড পেয়েছে টাইগাররা, হাতে আছে ৫টি উইকেট।

আজকের বাজার : এমএম / ৭ সেপ্টেম্বর ২০১৭