ব্যাটিং ব্যর্থতায় বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হেরে এ বছর নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ।

প্রথম ম্যাচ ৯ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে ৬০ রানের জয়ে আশা বাঁচিয়ে রেখেছিলো টাইগ্রেসরা। কিন্তু আজ সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারলো নিগার সুলতানার দল।

নিয়মানুযায়ী এ বছর  নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি মূল পর্বে খেলার টিকিট পাবে। ২৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে আছে বাংলাদেশ। ২৪ ম্যাচে বাংলাদেশের সমান ২১ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে নিউজিল্যান্ড। পয়েন্ট সমান থাকলেও বাংলাদেশের চেয়ে রান রেট ও এক জয় বেশি থাকার সুবাদে সরাসরি বিশ্বকাপে খেলবে নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ-এর মধ্যে থাকায় বিশ্বকাপে সরাসরি খেলবে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা  ও শ্রীলংকা।

বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট না পেলেও মূল খেলার সুযোগ থাকছে বাংলাদেশের। এজন্য ৬ দলের সাথে বাছাইপর্ব খেলতে হবে তাদের। বাছাইপর্বের অন্য দলগুলো হলো- পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। বাছাই পর্ব থেকে দু’টি দল ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে। এই বছর অগাস্ট-সেপ্টেম্বরে ভারতের মাটিতে বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতলেই, সরাসরি বিশ্বকাপের খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এমন সমীকরণ নিয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১ রান করে ফিরেন ওপেনার মুরশিদা খাতুন।

এরপর দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভালো অবস্থায় নেন আরেক ওপেনার ফারজানা হক ও শারমিন আকতার।

দলীয় ৬৮ রানে ফারজানার বিদায়ের পর বিরতি দিয়ে উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫০ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ৪৩.৫ ওভারে ১১৮ রানে অলআউট হয় সফরকারীরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন শারমিন। এছাড়া সোবহানা মোস্তারি ২৫, ফারজানা ২২ ও অধিনায়ক নিগার সুলতানা ১১ রান করেন। দলের শেষ পাঁচ ব্যাটার মিলে মাত্র ১ রান করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার কারিশ্মা রামহারাক ১২ রানে ৪ এবং জাইদা জেমস ১৫ রানে ২ উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের উপর ভর করে ১৩৫ বল বাকী রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়ক হেইলি ম্যাথুজকে ২২ রানে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাহিদা আকতার। আরেক ওপেনার কিয়ানা জোসেফকে ৩৯ রানে থামান পেসার মারুফা আকতার।

৭৩ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেট জুটিতে ৩৯ বলে ৪৯ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন শিমেইন ক্যাম্পবেল ও ডেন্ড্রা ডটিন। ক্যাম্পবেল ২৫ ও ডটিন ৩৩ রানে অপরাজিত ছিলেন।

নাহিদা ও মারুফা ১টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রামহারাক।

আগামী ২৮ জানুয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকী দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩০ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি। (বাসস)