ব্যাটিং ব্যর্থতায় দিন শেষ বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় চাপে পড়ে ঢাকা টেস্টের প্রথম দিন শেষ করল বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলায় আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ২২২ রানে গুটিয়ে যায়। জবাবে ১২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। পরবর্তীতে ৩৩ রানের জুটি গড়েন ইমরুল ও লিটন। তবে দিনের খেলা শেষ হওয়ার ১৩ বল আগে আউট হন ইমরুল। যাওয়ার আগে ১৯ রান করে যান।

মেহেদী হাসান মিরাজ ৪ ও লিটন কুমার দাশ ২৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। শ্রীলঙ্কার চেয়ে এখনো ১৬৬ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

স্কোর : বাংলাদেশ ৫৬/৪ (২২ ওভার)
শ্রীলঙ্কা ২২২/১০ (৬৫.৩ ওভার)

১৬৬ রানে পিছিয়ে বাংলাদেশ : প্রথম ইনিংসে ১৬৬ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে চাপে রয়েছে স্বাগতিকরা। মূল ব্যাটসম্যানরাই এখন সাজঘরে। দুই অপরাজিত ব্যাটসম্যান লিটন ও মিরাজের কাঁধে বড় দায়িত্ব।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, ‍মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাশ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, রোশন সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকাভেলা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকেলা ধনাঞ্জয়া, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল।

আজকের বাজার : আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮