এসএ গেমসের ব্যাডমিন্টন ইভেন্টের মিশ্র ডাবলসের সেমি-ফাইনালে উঠেছে সালমান খান ও উর্মি আক্তারকে নিয়ে গঠিত বাংলাদেশ জুটি। আজ পোখারার কভার্ড হলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে স্বাগতিক নবিন শ্রেষ্ঠ ও নানজাল তামাং জুটিকে ২১-১৩ ও ২১-১৭ পয়েন্টে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশী শাটলার জুটি।
এই ইভেন্টের মহিলা ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশের এলিনা সুলতানা ও শাপলা আক্তার জুটি। ভারতীয় শাটলার জুটির কাছে ২১-১২ ও ২১ -১৪ পয়েন্টে হার মানে বাংলাদেশী নারী জুটি।
পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সিবগাত উল্লাহ ২১-১৩ ও ২১-৯ পয়েন্টে হেরে গেছে স্বাগতিক রত্নাজিত তামাংয়ের কাছে। মহিলা এককে বাংলাদেশের এলিনা ২১-০৮ ও ২১-১০ পয়েন্টে হেরে গেছে শ্রীলংকার ডিলমি দাসের কাছে।
আজকের বাজার/লুৎফর রহমান