এস কে সিনহার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দায়ের করা মামলার সত্যতা না পাওয়ায় মিথ্যা মামলার অভিযোগে নাজমুল হুদার বিরুদ্ধেই মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক) । গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক।
গত বছরের পহেলা অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় এস কে সিনহার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে দুর্নীতি দমন আইনে একটি মামলা করেন ব্যারিস্টার নাজমুল হুদা। পরে মামলাটি দুদকে পাঠিয়ে দেয়া হয়। তবে এ অভিযোগের কোনো সত্যতা না পায়নি দুদক।
এদিকে ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) সহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদুক।
জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ঋণের মাধ্যমে চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগ এনে গত ১০ জুলাই মামলা করে দুদক। দায়ের করা ওই মামলায় বিচারপতি এস কে সিনহা ও ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীমসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
আজকের বাজার/এমএইচ