ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল

ব্যারিস্টার মইনুল হোসেন কতৃক লাইভ টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্রির সাথে অসৌজন্যমূলক আচারণের প্রতিবাদে এবং তার সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও ঝাঁড়ু মিছিল অনুষ্ঠিত।

বুধবার (২৪ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ এবং ঝাঁড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.দীপু মনি এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যারিস্টার মইনুল টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্রিকে যে কটুক্তি করেছেন, অসৌজন্যমূলক আচরণ করেছেন।তার সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন। তার সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে দীপু মনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট কোন নির্বাচনী জোট না, এটা একটি ষড়যন্ত্র কারী জোট।এই জোটের একেক জন একেক কথা বলে দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন।আমি স্পষ্ট করে বলতে চাই এই ষড়যন্ত্রকারীদের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ দেশে সকল নারী সমাজকে সাথে নিয়ে প্রতিহত করবে।শেখ হাসিনার বাংলাদেশে তাদের কোন জায়গা হবে না।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব সাফিয়া খাতুন বলেন,ব্যারিস্টার মইনুল হোসেনের এমন দৃষ্টান্তমূলক বিচার চাই যাতে আর কোথাও কোন পুরুষ কোন নারীকে নিয়ে এমন কোটুক্তি করতে না পারে।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল ওয়ার্ডের নারী নেতৃবৃ্ন্দ।

সমাবেশ শেষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে ঝাড়ু মিছিল অনুষ্টিত হয়।

আজকের বাজার/এমএইচ