সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
ব্যালটে ভোট হওয়ার সুযোগ নেই: ইসি সচিব
প্রকাশিত - জানুয়ারী ২১, ২০২০ ৯:৪২ পিএম
বিএনপির পক্ষ থেকে ইভিএম বাতিলের দাবির পরিপ্রেক্ষিতে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ব্যালটে ভোট হওয়ার সুযোগ নেই।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে বিএনপি অভিযোগ করেছে, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। এ নির্বাচনে মৃত ব্যক্তি, প্রবাসী ও কারাগারে থাকা ব্যক্তিরাও ভোট দিয়েছে!
সাংবাদিকদের এ প্রশ্নে ইসি সচিব বলেন, এ বিষয়ে তাদেরকে একটা লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তারা দিয়েও গেছেন। ইভিএমে মৃত ভোটার ভোট দিতে পারে না। অথবা বিদেশে আছেন, উনি কীভাবে ভোট দিলেন। একজন মৃত ভোটার কিংবা বিদেশে থেকে তো ইভিএমে ভোট দেয়ার সুযোগ নেই।
দীর্ঘদিন ধরে ইসি দাবি করে আসছে, আঙুলের ছাপ ছাড়া ইভিএমে ভোট দেয়ার সুযোগ নেই।
সচিব আরো বলেন, সেখানে যদি আমরা দেখি, কোনো প্রকৃতপক্ষেই মৃত এবং তার পক্ষে কেউ ভোট দিয়ে গেছে, তাহলে অবশ্যই বুঝতে হবে, সিস্টেমের কোথাও একটা ডিউ লার্ন। ইভিএম তো দোষ করতে পারে না, তাহলে এই দোষের সঙ্গে জড়িত কারা। আর যদি দেখা যায়, অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি, উনি জীবিতই আছেন, হাজির হয়ে যদি বলেন আমিই ভোট দিয়েছি। যাই হোক না কেনো, সত্য বের করতে হবে।
ইসি সচিব বলেন, এটার সত্যতা তারা বের করবেন। তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে এ বিষয়ে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে কমিশন।
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.