অভ্যন্তরীণ ফ্লাইট ও সার্কভূক্ত দেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশে প্লেন ভ্রমণে ব্যয় বাড়ছে। ১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্লেন ভ্রমণে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফলে ব্যায় বাড়বে প্লেন ভ্রমণে।
অর্থমন্ত্রী বলেন, সার্কভূক্ত দেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশের ক্ষেত্রে বিদ্যমান ১ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা; ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে বিদ্যমান ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৩ হাজার টাকা আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করছি।
বিমানযাত্রীদের যাতে অসুবিধা না হয় সেজন্য এই শুল্ক এয়ারলাইন্স কর্তৃপক্ষ টিকেটের সঙ্গে যুক্ত করে আদায় করবে বলে জানান অর্থমন্ত্রী।