চীন শনিবার সকালে লো-অরবিট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট সিস্টেম হংউন প্রজেক্টের অংশ হিসেবে একটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। খবর সিনহুয়ার।
পরীক্ষামূলক এ স্যাটেলাইট বহন করা লং মার্চ-১১ নামের একটি রকেট স্থানীয় সময় সকাল ৭ টা ৫১ মিনিটে চীনের উত্তর-পশ্চিমের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে তাদের পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।
চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি কর্পোরেশন জানায়, এটি ছিল হংউন প্রজেক্টের প্রথম স্যাটেলাইট।
লো-অরবিট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট সিস্টেম যাত্রার ক্ষেত্রে এ সফল উৎক্ষেপণ চীনের জন্যে বড় ধরনের অগ্রগতি।