ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে ভাইবোনসহ তিনজনের মৃত্যু

মাহাবুবুর রহান: নরসিংদী জেলার বেলাব উপজেলার ব্রহ্মপুত্র নদে ভ্রমণের সময় নৌকা ডুবে ভাইবোনসহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জংগুয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে তামিম ও মেয়ে সামিয়া। একই গ্রামের বাদল মিয়া মেয়ে নীলা আক্তার।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বেলাব উপজেলার সররাবাদ ইব্রাহিমপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুত্র জানায়, আজ দুপুরে ৮ জন যাত্রী বেলাব উপজেলা থেকে একটি নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হয়। নৌকাটি সররাবাদ এলাকায় পৌঁছলে নৌকা ডুবে যায়। এ সময় পাঁচজন যাত্রী সাঁতারে পাড়ে উঠতে পারলেও নৌকায় থাকা ভাইবোনসহ তিনজন নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা নিখোঁজ ভাইবোনসহ তিনজনকে উদ্ধার করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেলাবো থানার (ওসি-তদন্ত) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের বাজার/এমএইচ