ব্রাক ব্যাংকের ইপিএস বেড়েছে ১১ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্রাক ব্যাংক লিমিটেডের সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ১১ শতাংশ।  তবে প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) কমেছে দশমিক ৭৬ শতাংশ ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।

জানা গেছে, আলোচ্য সময়ে  কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এছাড়া শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৬  টাকা ৭ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ১০ পয়সা।

২০১৬ সালে কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস।

এছাড়া ইপিএস ছিলো ৫ টাকা ৪৭ পয়সা এবং এনএভি ছিল ৩১ টাকা  ৩৪ পয়সা।

আরএম/