ব্রাক ব্যাংক অনুমোদিত মূলধন বাড়াবে

অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ১২০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর মূলধন বাড়াতে পারবে।

এর আগে গত ১৪ মার্চ এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছিল ডিএসইতে।

এজন্য কোম্পানিটি গত ২৬ এপ্রিল সকাল ১০টায় ব্রাক-সিডিএম, সাভারে ইজিএম অনুষ্ঠিত করেছে।

আরএম/