ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতে নিলো আর্জেন্টিনা

ফুটবলে ব্রাজিল আর আর্জেন্টিনার লড়াই মানেই অন্যরকম উত্তেজনা । সেটা বিশ্বকাপ ফুটবল হোক কিংবা হোক কোন আঞ্চলিক প্রতিযোগিতা । এমনকি দুই দলের মধ্যে কোন প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলেও সেখানে থাকে না বিন্দুমাত্র বন্ধুত্ব কিংবা প্রীতির ছোঁয়া । আসলে ব্রাজিল আর আর্জেন্টিনার লড়াই মানেই যুদ্ধ । আর সেটা যদি কোন প্রতিযোগিতার ফাইনালে হয় তাহলে তো কথাই নেই ।
ঠিক তেমনই একটি ফাইনালে এবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর আর্জেন্টিনা । তাও কোন সাধারণ প্রতিযোগিতা নয় , একেবারে মহাদেশীয় ফাইনালে ।
সোমবার (বাংলাদেশ সময় ভোরে) দক্ষিন আমেরিকার অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে নামে দুই চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আর ব্রাজিল । নিজেদের দেশে অনুষ্ঠিত এই আসরের ফাইনালে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা জিতে নিয়েছে কিশোরদের মহাদেশীয় সেরার মুকুট ।
এই আসরে আর্জেন্টিনা প্রথমবারের মত শিরোপা জিতল । এর আগে ২০০৫ সালে আলবেসেলেস্তারা একবার রানার্স আপ হয়েছিল । যা ছিল তাদের সেরা সাফল্য । এবার নিজেদের মাঠে তারা শিরোপার বন্ধ্যাত্ম ঘোচাল ।
অন্যদিকে ব্রাজিল এই আসরে আগের সাতবারের মধ্যে শিরোপা জিতেছে চারবার । তারা ২০০৫ , ২০০৭ , ২০১১ আর ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছে । এবার ফাইনালে উঠেও পঞ্চম শিরোপা জয় করা হল না সেলেকাওদের ।
১২ দল নিয়ে গত পাঁচ নভেম্বর আর্জেন্টিনায় শুরু হয় এই আসর । অতিথি হিসেবে এবারের আসরে খেলেছে ইউরোপের ক্রোয়েশিয়া আর চেক রিপাবলিক।
আজকের বাজার: সালি/২০ নভেম্বর ২০১৭