ব্রাজিলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

ব্রাজিলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে চায় বাংলাদেশ সরকার। এর জন্য দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি জানান, ব্রাজিলকে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডবিক্লউটিও) শর্ত অনুযায়ী শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

২০ নভেম্বর সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জও তাবাজোরা ডি. ওলিভেইলা জুনিয়রের সাক্ষাৎ শেষে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন,বর্তমানে বাংলাদেশে ১০০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করে ব্রাজিল। আর বাংলাদেশ সেদেশে রপ্তানি করে মাত্র ১১ কোটি ডলারের পণ্য। চিলিসহ বিশ্বের অনেক দেশ তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেয়। এরই ধারাবাহিকতায় ব্রাজিলের বাজারে তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেয়ার আহ্বান জানিয়েছি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্রাজিল যদি বাংলাদেশকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা না দেয় তাহলে আমাদের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) করার প্রস্তাবও দিয়েছি। এ চুক্তি হলে উভয় দেশ শুল্ক বা কোটামুক্ত পণ্য রপ্তানি করতে পারবে। বাংলাদেশ যেমন দক্ষিণ আমেরিকার বাজার পাবে, তেমনি ব্রাজিলও বাংলাদেশে বিনা শুল্কে পণ্য রপ্তানি করতে পারবে। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলেও বিনিয়োগের আহবান জানান বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, আমরা ব্রাজিলকে বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দিয়েছি। আমাদের চামড়া, চামড়াজাত পণ্য ও জুতার প্রতি ব্রাজিলের বেশ আগ্রহ আছে।

দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি বাড়ার কারণ হিসেবে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া এবং ডলারের অবমূল্যায়নের কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে। তবে আগামী বছরগুলোতে এ ঘাটতি কমে আসবে।

মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হলে ব্রাজিলের বাজারে বাংলাদেশের পোশাক স্থান দখল করে নিতে পারবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।শিগগিরই ব্রাজিলের সঙ্গে এ চুক্তি নিয়ে আলোচনা শুরু করার ব্যাপারে জানান তিনি। আর এরজন্য আগামী বছর ব্রাজিল সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল।

এ সময় ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময় করতে চাই। আগামী বছরের মার্চে বাণিজ্য বাড়াতে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শুরু হবে।

আজকের বাজার:এলকে/এলকে ২০ নভেম্বর ২০১৭